আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এখন সময়- বিকাল ৩:৩৫

আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিমায়ে তাইয়্যেবার দাবী

কালিমায়ে তায়্যিবার দাবী
File Size 2410 KB
Downloads 434

শেয়ার করুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on email
Share on pinterest

লেখক

প্রকাশনী

প্রযোজ্য স্তর

বিষয়

ভাষা

বই সম্পর্কে ধারণা

এই লেখকের অন্যান্য বই

এই বিষয়ে অন্যান্য বই

সর্বাধিক পঠিত বই

রেটিং এবং রিভিউ

এই বইয়ের রেটিং ||

5
Rated 5 out of 5

রিভিউ সারাংশ ||

চমৎকার100%
খুব ভালো0%
গড়ে0%
সামান্য0%
নিদারূণ0%
Rated 5 out of 5

বই : কালিমায়ে তাইয়িবার দাবী
লেখক : গাজী আতাউর রহমান
প্রকাশনা : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০
মূল্য : ১০ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ২৪
** বইটির বিভক্ত — ৩টি অংশে।
(১) কালিমায়ে তাইয়িবার প্রথম অংশ ও তার ব্যাখ্যা
(২) কালিমায়ে তা্ইয়িবার দ্বিতীয় অংশ ও তার ব্যাখ্যা
(৩) বর্তমান প্রেক্ষাপট ও কালিমায়ে তাইয়িবার দাবী
** কালিমায়ে তাইয়িবার প্রথম অংশ
“আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই।”
# বিদ্রোহ করতে হবে যাদের বিরুদ্ধে-
(১) নাফস
(২) তাগুত
* নাফস নিয়ে যায় ‍দুনিয়ার চাকচিক্যতার দিকে যা অবশ্যই বর্জনীয়
*আল্লাহর ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে তারাই তাগুত। এদের বর্জন করতে হবে।
# এই দুই শক্তির বিরুদ্ধে জিহাদ করার গুরুত্ব :
(১) ব্যক্তিজীবন পরিশুদ্ধ হবে।
(২) সুন্নতের বিজয়নিশান ফুটে উঠবে দেহ ও আখলাকে
(৩) ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে।
** কালিমায়ে তাইয়িবার দ্বিতীয় অংশ :
হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল
#গুরুত্ব :
আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকার করতে হলে তার নিয়ম মানা জরুরী। আর তার নিয়মাবলি তিনি মুহাম্মদ (সা.) এর প্রতি জীবনবিধানস্বরূপ প্রেরণ করেছেন। তাই কালিমায়ে তাইয়িবার প্রথম ও দ্বিতীয় অংশ একে অপরের পরিপূরক।
# দ্বীনের পথে চলতে দু ধরণের আনুগত্য করতে হবে :
(১) কিতাবুল্লাহ (আল্লাহর কিতাব ও রাসূলের হাদীস)
(২) রিজালুল্লাহ (আল্লাহর কাম্যমানের নেতা)
# রিজালুল্লাহর আনুগত্য আরো ৩ ভাগে বিভক্ত :
(১) প্রিয় নবী (সা.) এর
(২) সাহাবায়ে ক্বেরাম ও তার পরবর্তী ব্যক্তিবর্গের
(৩) সমকালীন যেসকল নেতারা নবী ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করবে।
** বর্তমান প্রেক্ষাপট ও কালিমা তাইয়িবার দাবী :
(১) ব্যক্তিজীবন পরিশুদ্ধকরণ :
সবার আগে কালিমা তাইয়িবা তেলাওয়াত ও তার মর্ম উপলব্ধি করতে হবে। বার বার উচ্চারণ করতে হবে। কারণ এটি বারবার উচ্চারণে মানুষের অন্তরে প্রশান্তি আসে। এটি বারবার উচ্চারণে অন্তর পরিশুদ্ধ হয়। কাজেই কালিমা তেলাওয়াতের গুরুত্বও অত্যধিক।
(২) সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন :
ব্যক্তিজীবন পরিশুদ্ধকরণের পর এর দাবী পূরণে ঝাঁপিয়ে পড়তে হবে। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা ও তাগুতী ও নাফসের অনুসারী শক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করে সকল মানবরচিত মতবাদের উপর আল্লাহ প্রদত্ত একমাত্র মতাদর্শ ইসলামকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালাতে হবে।
# দশে মিলে করি কাজ :
যেহেতু সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালনা করা এককভাবে কখনো সম্ভব নয়। কাজেই সুসংঘবদ্ধ এক বাহিনী গড়ে তুলতে হবে যারা এ ধরণের কাজ করার ক্ষেত্রে এগিয়ে আসবে। তারা উপরোক্ত ২টি দাবী অর্থাৎ ব্যক্তিজীবন পরিশুদ্ধককরণ ও সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সে বিধান বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
** শিক্ষণীয় বিষয়াবলি :
(১) নিজের নাফসকে পরিশুদ্ধ করতে হবে সর্বাগ্রে।
(২) ৫৬ হাজার বর্গমাইল টার্গেট করতে গেলে প্রথমে টার্গেট করতে হবে সাড়ে তিন হাত।
(৩) সাড়ে তিন হাতের এ দেহে যারা রাজত্ব করতে সক্ষম হবে তাদের নিয়ে দল গঠন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসতে হবে।
** বাণী অম্লান :
(১) কালিমায়ে তাইয়িবার একনিষ্ঠ জিকিরের বদৌলতে অনেকের জীবনে আমূল পরিবর্তন ঘটেছে।
(২) কালিমার তা‘লীমের দ্বারা যদি ব্যক্তির পরিশুদ্ধি ঘটে তাহলে কারিমার যথার্থ মর্ম উপলব্ধি এর দাবী বাস্তবায়ন হলে আমাদের সমাজ ও রাষ্ট্র কেন পরিশুদ্ধ হবে না?
(৩) জীবনের একটি মুহুর্তও আল্লা ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না।
(৪) নাফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ নাফস যেমন দাসত্বমুক্ত হয় না তেমনি তাগুতি শক্তির বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ছাড়াও তাগুতের দাসত্বমুক্ত হওয়া যাবে না।
(৫) সাহাবায়ে কেরামের যাবতীয় কর্মকান্ড ও আমল আখলাকের করা ছাড়া যারা সরাসরি রাসূলুল্লাহ’র আনুগত্যের কথা বলে, তারা নিঃসন্দেহে চরম বিভ্রান্তির মাঝে লিপ্ত রয়েছে।
(৬) কবর, হাশর, জান্নাত ও জাহান্নমের ক্ষেত্রে ‘ইলাহ’ মানা হবে একজনকে, আর দুনিয়ার কর্মকান্ডের ক্ষেত্রে ‘ইলাহ’ মানা হবে অন্যকে, তা কিছুতেই হতে পারে না।
তাইতো-
“ দ্বীন কায়েমের পথে
চলবে মোদের সংগ্রাম
কালিমায়ে তাইয়িবার শিক্ষা
ছুটবো অবিরাম।”

Avatar for রহমাতুল্লাহ আল আরাবী
রহমাতুল্লাহ আল আরাবী
Rated 5 out of 5

Good

Avatar for Musaddek
Musaddek

লগইন অথবা নিবন্ধন করুন

লগইন
নিবন্ধন